অনেকেই প্রশ্ন করেন যে শিশুদের ইনগুইনা হার্নিয়া কেন হয়? আবার বড়দের সাথে শিশুদের এই যে ইনগুইনা হার্নিয়া এটার কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, আসলে পার্থক্য আছে। শিশুদের যে ইনগুইনা হার্নিয়া হয়, সেটার কারণ হচ্ছে তার হারনের, মানে হচ্ছে যে ভিতর থেকে কোনো কিছু যখন বাইরের দিকে চলে আসে এটাকে তখন হার্নিয়া বলে।
ছেলে বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়া কি হয়?
শিশুদের ক্ষেত্রে যেটা হয় ছেলে শিশুদের ক্ষেত্রে যে অন্ডকোষ সেটা পেটের ভিতর তৈরি হয়। এবং এটা জন্মের ঠিক আগে, এটা দুই পাস দিয়ে নেমে অন্ড থলিতে আসে।
মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়া কি হয়?
মেয়েদের ক্ষেত্রে, মেয়ে শিশুদের ক্ষেত্রে তার যে জরায়ুর যে সাপোর্ট এটা দুই কুঁচকির পাশ দিয়ে নিচের দিকে আসে। এবং জন্মের আগেই এই যে রাস্তাটা যেটা সেটা বন্ধ হয়ে যায়। কখনো যদি এই রাস্তাটা বন্ধ না হয় খোলা থেকে যায় তখন এদিক দিয়ে পেটের ভিতরে জন্মের পরে পেটের ভিতরে যে খাদ্যনালী আছে এটা মাঝে মাঝে বের হয়ে আসে তখন এই জায়গাটা ফুলে যায় এটাকেই আমরা বলি যে হার্নিয়ার এই শিশুদের ক্ষেত্রে এই হার্নিয়টা হয়। যে এই যে রাস্তাটা যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল জন্মের আগেই। সেটা যদি কোন কারণে খোলা থাকে তাহলে এই ইনগুইনা হার্নিয়া হয়।
বড়দের ক্ষেত্রে কি হয়?
আর বড়দের ক্ষেত্রে যেটা হয় তার এই পেটে যদি ওয়াল যেটা, পেটের যে চামড়ার নিচে যে মাংস বেশি আছে সেটা যদি কোনো কারণে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে পেটের খাদ্যনালী ওই দুর্বল পেটের ওয়াল থেকে বাইরের দিকে চলে আসে। তখন পদ এক্ষেত্রে হার্ডিয়াটা হয়। যার ফলে এই শিশুদের হার্নিয়ার কিন্তু ক্রিমের চুল বাচ্চাদের বেশি হয়। যাদের আসলে সময়ের আগেই জন্মগ্রহণ করে ফেলে। যাদের এই রাস্তাটা সেটা বন্ধ হওয়ার সুযোগ পায় না।
আবার এই একই কারণে যে বড়দের অনেকেই জিজ্ঞেস করেন যে বড়দের হার্নিয়ার যখন অপারেশন করা হয় তখন তো একটা মেষ দেওয়া হয়। এই টা যেনো আবার না হয় সেই জন্য। শিশুদের একটু মেশ লাগে কিনা আসলে এই শিশুদের ক্ষেত্রে হার্নি অপারেশনের ম্যাশ দরকার হয় না। কারণ যেটা বললাম যে শিশুদের হারানোটা হয়ই জন্মগতভাবে তার যে রাস্তাটা পেটের ভিতর থেকে ওই কুঁচকির পাশ দিয় অন্ড থলি পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা খোলা থাকে
এবং শুধু ওই রাস্তাটা বন্ধ করে যদি আমরা দিই তাহলে তারা পরবর্তীতে হবে না। কিন্তু বড়দের ক্ষেত্রে এই যে দুর্বল মাংস পেশির জন্য যে হার্নিয়াটা হয় সেই দুর্বল মাংসপেশ টাকে সাপোর্ট দেওয়র জন্য একটা এক্সট্রামেস দেওয় হয়। এটাই বড়দের সাথে শিশুদের হার্নিয়র পার্থক্য। ধন্যবাদ