পরিপক্ক ড্রাগন ফল চেনার উপায় || ড্রাগন ফল পাকা হলে কিভাবে বুঝবো

পরিপক্ক ড্রাগন ফল চেনার উপায় || ড্রাগন ফল পাকা হলে কিভাবে বুঝবো

কি দেখে ড্রাগন ফল সংগ্রহ করলে অত্যাধিক মিষ্টি হবে বা পরিপক্কর ড্রাগন ফল চেনার উপায় কি?  কি কি দেখে ড্রাগন ফল সংগ্রহ করতে হবে? তাহলে অত্যন্ত মিষ্টি হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন

ভালো ড্রাগন ফল চেনার উপায়

উপরের ছবিতে যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন ওটা জাম্বু রেড ভ্যারাইটির একটি ড্রাগন ফল। এই ড্রাগন ফলের বৈশিষ্ট্য হচ্ছে, ড্রাগন ফলটি অন্য ড্রাগন ফলের তুলনায় অনেকটাই বড় হয়। কারণ এটা কমার্শিয়াল একটি ভ্যারাইটি। এবং পরিপক্ক ড্রাগনফল। আর ড্রগন চেনার প্রথম উপায় হচ্ছে ড্রাগিং ফলের গটা একেবারে মসৃণ হবে। যেমন উপরে ছবিতে যে ড্রাগন ফলটি দেখা যাচ্ছে। ওটা একেবারেই কিন্তু মসৃণ ধরনের, মসৃণ হলেই বোঝা যাবে dragon ফলটি পরিপক্ক হয়ে গেছে।

এবং যে ড্রাগন ফল এর উপরে পালক আছে এটার এই পালকগুলি কিন্তু বেঁকে যাবে। এবং অনেক সময় এই পালকের মাথার অংশটা শুকিয়ে যাবে। এটা দেখেও চেনা যাবে এই ড্রাগনটি পরিপক্ক হয়ে গেছে কি না। এবং এই ড্রাগন ফলের বোর্ডটা একেবারে লুজ হয়ে থাকবে। আপনাদের সুবিধার জন্য একটি ছবি দিচ্ছি নিচে দেখে নিন। এটা দেখেও চেনা যাবে।

পরিপক্ক ড্রাগন ফল চেনার উপায় || ড্রাগন ফল পাকা হলে কিভাবে বুঝবো

সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মুখের অংশটা দেখুন, মুখের অংশটা একেবারে ফেটে গেছে। এটা তিন দিক দিয়ে ফেটে গেছে। তিনদিক থেকে ফেটেছে, অর্থাৎ এই ড্রাগন ফলটি একেবারে পরিপক্ক হয়ে গেছে। এবং এর মিষ্টতাও অনেক বেশি হবে এবং খাওয়ার উপযোগী। এবং আপনি যদি এই বিষয় লক্ষ্য করেন, এবং শুধু লক্ষ্য করেন মুখের অংশটা ফেটে গেছে। এবং গা মসৃন তাহলেই ড্রাগন ফলটি আপনি নিতে পারেন। পরিপক্ষ ড্রাগিংফল চেনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এগুলি।

এখন আপনার প্রশ্ন হতে পারে উপর অংশ দেখলেই কি বুজা যাবে ফলের ভিতর টা ভালো না খারাপ অর্থাৎ পরিপক্ষ কি না? তাহলে আমি ড্রাগন ফলটিকে কেটে দেখাছি এটাই এটা আদেও পরিপক্ক হয়েছে কিনা এবং ড্রাগের ফলের মিষ্টতা কেমন সেটাও দেখে নেবো। তো আমি এটা লম্বা লম্বিভাবে কেটে ফেলেছি আপনাদের সুবিধা অনুযায়ী ছবি দিয়ে দিচ্ছি।

পরিপক্ক ড্রাগন ফল চেনার উপায় || ড্রাগন ফল পাকা হলে কিভাবে বুঝবো

দেখুন ড্রাগিং ফলটি একেবারে পরিপক্ক হয়ে গেছে। অত্যন্ত সুন্দর। ছবিতে দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন ড্রাগন ফলটি অত্যন্ত পরিপক্ক হয়ে গেছে। এবং এই ড্রাগন ফলটির খোলার দিকে আলতো ভাবে চাপ দিলে এটা খুলে আসবে। এবং এটা খেতেও অনেক অসাধারণ মিষ্টি হবে। 

শেষ কতা

এই বিষয় গুলি দেখে আপনারাও ড্রাগনফল সংগ্রহ করবেন। অত্যন্ত মিষ্টি হবে এবং পরিপক্ক ড্রাগন ফল আপনারাও সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, সাস্থ্য পরামর্শ বিষয় সবার আগে আপডেট পেতে আমাদের ফেজবুক পেজ ফলো করুন। এবং সব ধরণের বিষয় সবার আগে আপনার কাছে পৌছানোর জন্য গুগল নিউজ অথবা টেলিগ্রম এ ফলো করুন। অথবা যুক্ত হন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post