ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কার্যকারী টিপস

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কার্যকারী টিপস

মাত্র সাত দিনেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কার্যকরী টিপস। সাত দিন এই ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে চান? ত্বক ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলতে থাকে, সময়ের সাথে সাথে ত্বকের ধুলোবালি জমে যায়। ফলে ক্রমেই ত্বক তার দিপ্তি হারিয়ে ফেলতে থাকে। 

হয়ে পড়ে নিস্তেজ, কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। স্বাভাবিকভাবেই কিছু নিয়ম মেনে ত্বকের যত্ন নিলেই তা ফিরে পাওয়া সম্ভব। কিন্তু অবশ্যই কোনো নিয়মকে অবহেলা করা যাবে না। চলুন এবার জেনে নেওয়া যাক নিয়মগুলো 

কিভাবে ত্বকের উজ্জ্বলতা সুন্দর করা যায়?

যত রাতই হোক না কেন কখনোই ত্বক পরিষ্কার না করে ঘুমানো যাবে না। রাতে ঘুমানোর আগে মুখে যা মাখা হয় তাই মুখে সবথেকে বেশি কাজ করে। কাজেই ঘুমানোর আগে অবশ্যই মুখ ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিজের ত্বক অনুযায়ী ক্রিম অথবা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। পানি পান করা কমিয়ে দেওয়া যাবে না।

শরীরের প্রয়োজন মতো পানি পান করতে হবে। পানির ক্ষেত্রে অনিয়ম শরীরের জন্য অত্যন্ত ভয়ানক। পানির শরীরকে হাইব্রেড করে রাখে। শুধু তাই নয়, পানি শরীরকে সুস্থ রাখে। শরীরের জন্য সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। নিজের ত্বকের ধরণ উপলব্ধি করতে হবে। ত্বক তৈলাক্ত নাকি সাধারণ নাকি মিশ্র তা অবশ্যই জানতে হবে। তুলাক্ত থেকে সাধারণ ত্বকের জন্য বাদামের তেল অনেক কার্যকরী।

মিশ্র ত্বকের জন্য এই আবহাওয়ায় ফেস প্যাকগুলো বেশি কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন গোসল করতে হবে। গোসল করার সময় যে সাবান ব্যবহার করা হবে তা যদি গ্লিসারিন সম্পন্ন হয় তাহলে শরীরের ও ত্বকের জন্য চমৎকার ভাবে উপকার করে। ত্বককে মুহূর্তেই করে তুলে স্বদেশ মসলিন ও ফিরিয়ে দেয় হারানো উজ্জ্বলতা। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post