এলোভেরা জুস খাওয়া কতটা উপকারি? জেনে নিন এলোভেরা সম্পর্কে সব

এলোভেরা জুস খাওয়া কতটা উপকারি? জেনে নিন এলোভেরা  সম্পর্কে সব

একজন প্রশ্ন করছেন অ্যালোভেরা জুস খাওয়া আমাদের জন্য কতটা উপকারী। এবং গর্ভবতী মায়েরা কি এলোভেরা জুস খেতে পারবেন কিনা? অনেক সময় এই অ্যালোভেরা জুস টাকে এখন commercially তৈরী করা হয়। যদি একেবারেই সুগার ফ্রি ন্যাচারাল থাকে। যতটুকু সেলফ লাইফ দিয়ে যে জুস গুলো তৈরি করা হয় কমার্শিয়ালি সেটা দেখতে হবে। যে কতটুকু ভালো সুগার ফ্রি হলে, সবার জন্য এটা সেভ কিন্তু অনেক সময় অনেকে ড্রুসটাকে নেওয়ার চেষ্টা করে এটা অনেক সময় থাকে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের ইনভল্ভমেন্টে থাকে।

আর প্রেগনেন্ট টমেন চট করে আসলে কোন কিছু খাওয়া উচিত না। কারণ এই সময় তার প্রসেসটা অনেক লো থাকে। তার কোমরবিড থাকে। অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাটা একজন প্রেগনেন্ট ওম্যানের কম থাকে। তাই যে কোন কিছু যে কোন সময় তাঁর না খাওয়াটাই ভালো। যদি তিনি বাউল ক্লিয়ার করতে চান আরো অনেকগুলো way আছে সেভাবে তিনি চাইলে করতে পারেন। Not necessary তাকে অ্যালোভেরা juice এ নিতে হবে। যদি নিতেই হয় তাহলে আমি বলবো যে কোনো ভালো branded যারা অ্যালোভেরা নিয়ে কাজ করে, Sugar ফ্রি way তে তারা machineries way তে হাত না লাগিয়ে যেটাকে তৈরি করা হয় juice সেটা চাইলে নিতে পারেন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post