কলার বীজ থেকে চারা তৈরীর পদ্ধতি। জেনে নিন একদম সহজ উপায়

কলার বীজ থেকে চারা তৈরীর পদ্ধতি। জেনে নিন একদম সহজ উপায়

আজকে জানবো কলা বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। তো আপনারা অনেকেই জানেন না যে কলা বীজ থেকে চারা তৈরি হয়। তো আজকে আমি জানাবো বা আপনাদের বলবো কিভাবে কলার বীজ থেকে চারা তৈরি করতে পারেন। প্রথমে আমি বলে নিই যে একটি কলার বীজ থেকে শুধু একটি কলার গলা থেকেই চারা হয়। সেটি হচ্ছে বিচিওলা যেগুলো  কোলা থাকে। সেটা আইটিয়া কলা বলেন আমাদের এখান কার। আপনাদের চেনার সুবিধারতে ছবি দিতাছি। ওদিকে কি কলা বলে সেটা আমি জানি না,  আপনারা অনেকেই খেয়ে থাকবেন যে এই কলার ভিতরে।

কলার বীজ থেকে কেমন চারা হয়?

কলার মেসি থেকে চারা তৈরি করা সম্ভব। একটি কলা থেকে আগে বীজ বের করুন করে, সেই পিসি রোদে হালকা শুকিয়ে খুব জোরে জোরে মাটিতে পুতে দিবেন। ভুতে দেওয়ার ঠিক ৭ থেকে ১০ দিনের মধ্যে সেখান থেকে চারা তৈরি হবে কেমন চারা তৈরি হবে আমি একটা ছবিতে দেখিয়ে দিচ্ছি নিচের ছবিটি ফলো করুন। ছবিতে আপনারা যে চারাগুলো দেখতে পারতাছেন এগুলো আপনার ২৬ দিনের মতো হবে বয়স। তো দেখুন কিরকম ভালো growth আর যেহেতু আপনারা কলার বীজ থেকে কখনো চারা তৈরি করেননি সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটু কঠিন মনে হবে কলার বীজ থেকে চারা তৈরি করা।

শেষ কথা

আমরা সবাই যেটা করি একটি কলা গাছ গোড়া থেকে কেটে সেটি মাটিতে পুতে দেই। আর সে কলা গাছ থেকেও ভালো রকম ফলন পায় আমরা বা কলা পাই। যাদের কাছে কলার বীজ থেকে চারা তৈরি  করতে কঠিন মনে হবে তারা সরাসরি কলা গাছের ভোগ কেটে এনে চাষ করতে পারেন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post