চাষের উপযুক্ত সময় কখন? কলা চাষের উপযুক্ত ঋতু কোনটি জেনে নিন সহজে

চাষের উপযুক্ত সময় কখন? কলা চাষের উপযুক্ত ঋতু কোনটি জেনে নিন সহজে

আমরা সবাই কলা চাষ করি, কিন্তু কলা চাষের উপযুক্ত সময় কখন? এবং কখন কলা চাষ করলে? কলা ভালো হয়। এবং কখন কলা চাষ করলে কলার অনেক ভালো দাম পাওয়া যায় এবং কখন কলা চাষ করলে কলা কালবৈশাখী ঝড়ের হাত থেকে বাঁচে। এবং কালবৈশাখী ঝড়ের আগেই কলা আমরা বাজারজাত করতে পারি। আমরা অনেকেই এই বিষয়টা জানি না। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। 

কলা চাষের উপযুক্ত সময় কখন? 

কলা চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র মাস কলা রোপন থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত আমাদের সময় লাগে এক বছর। সেক্ষেত্রে আমরা যদি চৈত্র মাসে কলা রোপন করি তাহলে সামনে চৈত্র মাসে কলা আমরা বাজারজাত করতে পারবো। তারপর যে বৈশাখ মাস আছে বৈশাখ মাসের আগেই আমরা কলা বাজারজাত করতে পারতেছি। সেক্ষেত্রে বৈশাখ মাসে যে বাতাস আর ঝড় বৃষ্টি এটার আগেই আমরা কলা বিক্রি করতে পারতাছি।

সেক্ষেত্রে বৈশাখ মাসের বাতাসে যে ক্ষয়ক্ষতি হয় সেই বিশেষ করে কলার ক্ষতি অনেক বেশি হয়। সেই ক্ষতির হাত থেকে আমরা বাছতে পারতেছি এবং তার আগে আমরা কলা বাজারজাত করতেছি, এটা একটা উপকার। চৈত্র মাসে কলা রোপন করলে যেহেতু কলা বাজারজাত করতে এক বছর সময় লাগে। সেক্ষেত্রে আমরা রমজান মাসে কলা ফলনটা পাচ্ছি। 

কখন কলার দাম সব থেকে বেশি পাওয়া যায়? 

রমজান মাসের যদি কলার বাজারজাত করা যায় সেক্ষেত্রে কলার দাম সবসময় অনেক বেশি পাওয়া যায়। কারণ রমজান মাসে কলার দাম all টাইম বেশি থাকে সেক্ষেত্রে রমজান মাসে কলা যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে আমরা কলা বিক্রি করে আমরা অনেক লাভ করতে পারব। এই জন্য কলা চৈত্র মাসে রোপণ করার উপযুক্ত সময়। 

এই যে আপনারা কলার চারাগুলো দেখতে পাচ্ছেন, এই কলার চারাগুলো হচ্ছে শবরী কলা চারা। এখানে আমরা এখানে এক বিঘা জমিতেও বেশি আমরা কলা রোপন করেছি, সবারই কলা চাষ করেছি. এই চারাগুলো আমরা চৈত্র মাসে লোপন করেছি. এই কলার চারাগুলো ভুলতে ভুলতে কলা বাজারজাত করতে করতে আমাদের আমরা সামনে রমজান মাসে ফলনটা পাবো। সেক্ষেত্রে এই কলাগুলো আমরা ভালো একটা দাম পাওয়ার আশা আছে। 

শেষ কথা

 আপনারা যারা কলা চাষ করবেন আমি তাদেরকে বলছি আপনারা যতটা সম্ভব পারেন আপনারা চৈত্র মাসে কলা রোপন করবেন। যেহেতু আমাদের দেশে সবসময় কলা চাষ করা হয়। তারপরেও চৈত্র মাসে কলা রোপন করলে অনেক ভালো দাম পাওয়া যায়. বৈশাখ মাসের ঝড়, বৃষ্টি, বাতাসের হাত থেকে বাঁচা যায়. এবং ভালো দাম পাওয়া যাই. ক্ষয় ক্ষতি কম হয় এজন্য কলা চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র মাস।

Post a Comment

Previous Post Next Post