কাশির সাথে রক্ত আসে কেনো? কাশির সাথে রক্ত পড়লে করণীয় ও চিকিৎসা

কাশির সাথে রক্ত আসে কেনো || কাশির সাথে রক্ত পড়লে করণীয় ও চিকিৎসা

আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাশির সাথে রক্ত এলে আমরা কি করবো? যেকোনো জায়গা থেকে রক্ত বের হলে কিন্তু সেটা আমাদের জন্য একটি চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কাশির সাথে রক্ত এলে আমরা হতাস হবো না। কারণ হচ্ছে হতাস হয়ে গেলে কিন্তু হঠাৎ করেই আমাদের শরীর বেশি খারাপ হয়ে যায় এবং হঠাৎ করেই আমাদের একটা emergency condition তৈরি হয়।

কাশির সাথে রক্ত আসলে কি লক্ষ্য করতে হবে?

তো আগে আমরা খেয়াল করবো আগে  যে রক্তটা কাসির সাথে আসছে সেটা কতটুকু রক্ত পড়ছে, রক্তের কালার টা কি? বেশি লাল বা আমরা যা বলি fresh ব্লাড কি না? নাকি এটা  খুব পুরনো কালো রক্ত, বা কাশির সাথে পুরোটা মিক্সড কিনা, এই কতগুলো জিনিস আপনাদের খেয়াল করতে হবে। তারপর আমরা অবশ্যই সেটার জন্য বাসায় বসে থাকবো না। একজন চিকিৎসকের কাছে যাবো। বিশেষ করে যারা বক্ষব্যাধির ডাক্তার তাদের কাছে যাবো। 

কি কি সমস্যার কারণে কাশির সাথে রক্ত আসে?

যে এর কারণটা বোঝার জন্য, তো আমাদের এখন ধারণা রাখতে হবে যে কি কি কারণে কাশির সাথে রক্ত আসে। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে কিছু ইনফেকশন আছে যে ইনফেকশন গুলা রক্ত আসার জন্য দায়ী। তার ভিতরে একটা হচ্ছে টিভি বা যক্ষা রোগ। যেগুলোর কারণে রক্ত পড়তে পারে। তারপরে বুকের ভিতরে যদি  নিউমোনিয়া হয় বা বুকের ভেতরে যদি কোন ফোড়া হয়।  সেগুলোর থেকেও রক্ত  পড়তে পারে।

তারপরেও ফুসফুসে কিছু রোগ আছে যা লং টাইম ধরে ফুসফুসে ক্ষত হয়ে। সেখান থেকেও রক্ত পড়তে পারে। তারপরে যাদের হচ্ছে বয়স বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হয়। তাদেরও কিন্তু রক্ত পড়ে। তার মানে  দেখা যাচ্ছে যে ফুসফুসের রক্ত পড়লে যে সেটা ক্যান্সার সেটাও কিন্তু না। আবার ফুসফুসে রক্ত পড়লে যে আমরা চুপচাপ বসে থাকবো সেটাও না। 

ফুসফুসে রক্ত মানে কাশির সাথে রক্ত এলে আমরা সেটাকে ডক্টরের কাছে যেয়ে আগে দেখবো। যে এটা simple infection নাকি টিভি নাকি cancer বা অন্য কিছু তো কাশির সাথে রক্ত এলে আমরা অবশ্যই ডক্টরের কাছে যাবো। কিন্তু মনে রাখতে হবে যে রক্ত এলে কাশির সাথে, তার বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হয় না। অন্যান্য অনেক কারণ থাকে।

শেষ কথা

বয়স্কদের ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা একটু আজকে জেনে নিলাম যে ফুসফুসে বা কাশির সাথে রক্ত পড়লে যে সেটা ক্যান্সার এমন টা নয়, এটার অনেক কারণ থাকে কাশির সাথে রক্তপড়া। তো আমরা এ ব্যাপারে একটু সচেতন হবো এবং অবশ্যই ডক্টরের কাছে যাবো এবং পরীক্ষা করে আমরা নিশ্চিত হবো যে আমাদের বড় কোনো রোগ কি না। সবার আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post