ঠোঁট কালো হয় কেন? প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করার উপায়

ঠোঁট কালো হয় কেন? প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করার উপায়

সুন্দর ঠোঁটের হাসি সবার নজর কাড়ে। আর স্বাস্থ্যজ্জ্বল ঠোট করে হাসিকে আকর্ষণীয়। নারী পুরুষ সবাই চাই সুন্দর ঠোঁট পেতে, তবে অযত্ন অবহেলা ও কিছু অভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব নষ্ট হয়ে কাঁচি ও মলিন হয়ে পড়ে। কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালো ভাব দূর করা সম্ভব। আজকের পোষ্ট ঠোঁট কালো হয়ে যাওয়ার কারণ ও কিভাবে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করব।

কি কারনে ঠোঁট কালো হয়?

আপনি অবশ্যই আপনার ঠোঁটে ন্যাচারাল কালার ফিরে পাবেন। ঠোঁট কালো হওয়ার সবচেয়ে বড় কারণ ধূমপান হলেও আরো কিছু কারণে ঠোঁট কালো হতে পারে। ঠোঁট মুখের লালা দিয়ে ভেজানো ঠোঁটের রুক্ষতা, এলার্জি, অতিরিক্ত ক্যাফিন গ্রহন, হরমোন সমস্যা ইত্যাদি কারণে ঠোঁট কালো হতে পারে। অনেকের ঠোঁট বংশগত কারণেই কালো হয়ে থাকে। তাহলে কিভাবে খুব সহজে ঠোঁটের নরম, গোলাপি এবং আকর্ষণীয় করে তুলবেন? সেটা জানার জন্য পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন।

কিভাবে ঠোঁট নেচারাল ও স্বাভাবিক ফিরিয়ে নিয়ে আসবো?

আপনি যদি আপনার ঠোঁটে গোলাপি আভা পেতে চান তাহলে এই স্টেপটি আপনাকে মানতেই হবে আর সেটা হলো, ঠোঁট মুখের লালা দিয়ে না ভেজানো, ঠোঁট রুক্ষ হয়ে গেলে অনেকের ঠোঁট মুখের লালা দিয়ে বারবার ভেজানোর ফলে আপনার ঠোঁট ধীরে ধীরে কালো ও অমলিন হয়ে যায়। বেশিরভাগ মানুষেরই এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসকে পুরোপুরি ত্যাগ করতে হবে। এক্ষেত্রে যাদের ঠোঁট বেশি রুক্ষ তারা সবসময় ঠোঁটে ভেসলিন ব্যবহার করুন।

আপনার ঠোঁটের জন্য খুবই কার্যকরী, সেটা হলো আপনার ঠোঁটকে ময়েশ্চারাইজিং করা। যদি আপনার ঠোঁট কালচি হয়ে থাকে তাহলে ঠোঁটে যে কোন ধরনের মাল্টি ভিটামিন সমৃদ্ধ লোশন ব্যবহার করুন। বিশেষ করে প্রতিদিন রাতে শোবার আগে লোশন আপনার ঠোঁটে লাগান, লোশন শুকিয়ে গেলে বারবার লাগিয়ে ঠোঁটকে ভিজিয়ে রাখুন।  প্রতিদিন রাতে একটি বাটিতে সাত থেকে আটটি কিসমিস সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে কিসমিস ভেজানো যে পানি রয়েছে তা আপনার ঠোঁটে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

শেষ কথা

কিসমিস এ আছে ভিটামিন এ, এর উৎকৃষ্ট উৎস এছাড়াও কিসমিস এ আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাসের মতো উপাদান. এটা আপনার ঠোঁটকে নরম ও কোমল করবে। এবং আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে। আপনি যদি স্টেপ গুলো ফলো করলে আপনার ঠোঁট ধীরে ধীরে গোলাপি হতে শুরু করবে। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post