আম গাছে বাম্পার ফলন পেতে চাইলে এই চারটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আমরা সবাই চাই আমাদের আম গাছে যেন বাম্পার ফলন হয়। কিন্তু সঠিক সময়ে সঠিক যত্ন না করার ফলে আমাদের আম গাছে কিন্তু তেমন একটা ফলন ধরে না, যদি আপনি এখন যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার আম গাছে বাম্পার ফলন হবে। তাহলে জেনে জেনে নিই যে কি কি যত্ন করতে হবে।
কিভাবে আম গাছের যত্ম নিবেন?
প্রথমত আপনার যেই আম গাছ আছে এটার টবের মাটি যদি খুব বেশি পুরনো হয়ে থাকে। মানে দেড় বছর অথবা তার চাইতে বেশি পুরনো, এবং আপনার টপটা যদি তুলনা মূলক ভাবে ছোট হয়ে থাকে তাহলে আপনাদেরকে সাজেশান করবো। আপনাদের টপটা পরিবর্তন করতে। অথবা যদি মনে হয় যে খুব বেশি পুরনো হয় নি, সেই ক্ষেত্রে আপনার যে টব আছে, টবের মাটি কিছুটা পরিবর্তন করে দিতে হবে। অথবা টবের মাটিতে নতুন করে সার প্রয়োগ করতে হবে।
কোন সার কতটুকু পরিমাণে দিবেন?
যদি আপনারা জৈব সার ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে টবের সাইজ অনুযায় পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত কিন্তু আপনারা সার প্রয়োগ করতে পারবেন। আর যদি রাসায়নিক সার ব্যবহার করেন, আদা চা, চামচ পটাশ সার, এক চা চামচ কিন্তু আপনারা টবের মাটিতে দিয়ে দিতে পারেন। আর টবের মাটিতে ষাঁড় প্রয়োগ করার আগে টবের মাটি ভালোভাবে খুঁচিয়ে নরম করে নেবেন। তারপরে কিন্তু শার্টটা প্রয়োগ করবেন। যে যত্নটা করতে হবে সেটা হলো আপনার টবের গাছে যেই পুরনো ডাল গুলো আছে আধা মোরা ডাল অথবা আগের বছর আম ধরেছিল আমের যেই মুকুলের ডাল গুলো ছিল এগুলো প্রসারণ করতে হবে বা পুলিং করে দিতে হবে।
গাছে সূর্যের আলো আসার জন্য যেটি করতে হবে
আর গাছে যেন পর্যাপ্ত পরিমাণের আলো পড়তে পারে এর জন্য কিছু কিছু ডাল কেটে ফেলতে হবে। আর ওই কাঁটা জায়গাতে হলুদের গুঁড়া অথবা ছত্রাক নাশক কিন্তু লাগিয়ে দিতে হবে. যেন ডাইবেক রোগ না হতে পারে. যে যত্নটা অথবা কেয়ারটা করবেন সেটা হচ্ছে ছত্রাক নাশককে স্প্রে করা ,অনেক সময় দেখা যায় যে আম গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল এসেছে। কিন্তু মুকুল গুলো ছত্রাকের আক্রমনে ঝরে পড়ে যাচ্ছে. এর জন্য মুকুল আসার আগ মুহূর্তে কিন্তু আপনাদেরকে ছত্রাক নাশক গাছে স্প্রে করে দিতে হবে।
যেহেতু এখন মুকুল আসছে আরো পনেরো থেকে বিশ দিন বাকি আছে। ঠিক এটাই হচ্ছে উত্তম সময়। ছত্রাক নাশকের স্প্রে করার. সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে যত্নটা বা যে কেয়ারটা আপনাদেরকে করতে হবে আম গাছের জন্য। সেটা হল কীটনাশকের স্প্রে করতে হবে। আম গাছে মুকুল আসার ঠিক পনেরো থেকে বিশ দিন আগে এবং আমের যেই ঘুটি আছে এগুলো মোটর দানা হওয়ার পরে কীটনাশক কিন্তু আপনার গাছে স্প্রে করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ টিপস
আম গাছে কিন্তু প্রচুর পরিমানের পোকামাকড় আক্রমণ করে. যার ফলে কিন্তু মুকুল গুলো ঝরে পড়ে যায়. এবং আমগুলো অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে যায়। তো এই চারটা care করতে পারলে অবশ্যই আপনার আম গাছে বাম্পার ফলন হবে। ধন্যবাদ সবাইকে