রক্তশূন্যতার ঔষধ কি? রক্তশূন্যতা রোগের ম্যাজিক ড্রাগস কোনটি জেনে নিন

রক্তশূন্যতার ঔষধ কি? রক্তশূন্যতা রোগের ম্যাজিক ড্রাগস কোনটি জেনে নিন

আজকে কথা বলবো একটা আয়রন ক্যাপসুল নিয়ে। আয়রন ক্যাপসুল বা ট্যাবলেট এই ধরনের ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে এনিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তশুন্যতা যাই বলি না কেন এটার হার অনেক বেশি। কেননা গ্রামের মানুষ খুব বেশি সচেতন নয়। হিমোগ্লোবিন টেস্ট করে মাসের পর মাস বা বছরের পর বছর

অনেক সময় গ্রামে গর্ভবতী মায়েদের রক্তস্বল্পতা রোগে ভোগে অথবা ডেলিভারি করে অনেক সময় ব্লিডিং হয় অথবা ধরো একটা আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু শরীর থেকে অনেক সময় রক্ত চলে যায়। এই যে রক্তস্বল্পতা, রক্তশূন্যতা এই সময় কোন ঔষধটা magic drug হিসেবে কাজ করে। এটা যারা মেডিসিন সম্পর্কে জানতে চান, ঠিক বুঝতে চান, তারাই এই পোষ্টটা সম্পন্ন দেখবেন। 

ওষুধের নাম কি?

  • Citofer 210 

আজকে যে ওষুধ নিয়ে কথা বলবো সেটার নাম হলো দুইশো দশ. এটা ফেরিক iron group এর একটা ওষুধ. এটা inspector কোম্পানির মার্কেটে মার্কেট, মার্কেটিং করে। এটার খাওয়ার ডোজ বা নির্দেশনা নিয়ে কথা বলি কেননা আমরা অনেক সময় আয়রন ট্যাবলেট গুলো খাওয়ার নিয়ম জানি না। 

Citofer 210 এর কাজ কি?

যারা কিডনি ডায়ালিসিসের রুগী, অথবা যারা কিডনি ডায়ালিসিস রুগী নয়। তাদের ক্ষেত্রে যারা কিডনি dialysis রুগী তাদের কিন্তু dose একটু বেশি লাগে। আর যারা dialysis রুগী নয়। তাদের  একটু কম লাগে। আমি normally যে আলোচনাটা করবো সেটা হলো যে আপনি রক্ত শূন্যতা রোগে ভোগেন, Any mid patient অর্থাৎ গ্রামের মানুষ পুষ্টিহীনতায় ভুগে। তারা নির্দিষ্ট পুষ্টিকর খাবার সম্পর্কে জানেও না। 

খায়ও না, এবং একটা common বিষয় সেটা হলো যে অনেক সময় আমরা সিলকিনি বা কৃমির যে ওষুধ এটা কিন্তু নিয়মিত গ্রহণ করেন। এই জন্য গ্রামের মানুষ normally যে খাবারগুলো গ্রহণ করে তার পুষ্টিমান কিন্তু আসলে কৃমি বা আমরা যেটাকে বলি যে সুতাকিনি তারপরে ফিতাকিনি, তারপরে এককথায় ওয়ার্মস, পেটের ভেতরে যে warrant গুলো থাকে এগুলো কিন্তু আমাদের পুষ্টি গুণটা নরমালি নিয়ে নেয়। 

এটা খাওয়ার dose হলো normally ডাক্তার নির্দেশিত,  আপনি খাবেন অথবা আপনি যদি ডাক্তার না দেখাইতে চান, তাহলে অবশ্যই ডেইলি এক থেকে দুইটা ক্যাপসুল এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়, ট্যাবলেট আকারও পাওয়া যায়।

ট্যাবলেট ককন খাওয়া সবথেকে ভালো? 

tablet আপনি খাওয়ার পরে গ্রহণ করবেন। এটা খাওয়ার নিয়ম হলো ডেইলি দুইবার সকালে একবার বিকাল একবার। যদি আস্তে আস্তে মাত্রাটা কমতে না পারে যদি বাড়তে থাকে। আপনার এনিমিয়াটা কারেকশন হয়। রক্তের সংখ্যাটা কমতে থাকে। তাহলে একসময় একটি করে ট্যাবলেট খেলে চলবে। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post