অনেক মায়েরা সিজারের পরে কনফিউশনে পড়ে তারা কি খেতে পারবে? সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে একজন মা তার সিজারের পরের দিন হচ্ছে খেতে শুরু করতে পারে একটু বিস্কিট, একটু রং চা এগুলো দিয়ে তার সাথেএকটু পানি খাবে। আর এরপরে হচ্ছে সে একটু soup খেতে পারে। এরপরে হচ্ছে সে একটু জালভাত খেতে পারে। এর বেশি কিছু খাওয়াটা উচিত হবে না।
কারণ তার হচ্ছে সিজারের সময় যে অজ্ঞান, যে অজ্ঞানটা দেওয়া হয়। অজ্ঞানের পরে তার হচ্ছে আমরা মিনিস্ট্যালিটিক মুভমেন্ট বলি। ওইটা শুরু হইতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে। অনেক ক্ষেত্রে মায়েদের এই মুভমেন্টটা নাড়িভুঁড়ি চলাফেরাটা তার খাবারটা, হজম হওয়ার যে ব্যবস্থা এটা শুরু হইতে কারো কারো একটু সময় লাগে। সেক্ষেত্রে পেট ফুলে যেতে পারে। তাই মানা করি প্রথম দিন নিষেধ করি এর চাইতে বেশি কিছু খাবে না।
সিজারের দুই দিন পর মায়েরা কি কি খাবার খেতে পারবে?
সিজারের ১ থেকে ২ দিন পর তখন সে হচ্ছে সব ধরনের খাবার খাবে। আর যেমন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ফল, মুল সবই খেতে পারবে। ফলমূল এবং দুধ হরলিক্স এগুলি হচ্ছে একটু ভরা পেটে খেতে বলি। কারণ নানান রকম ওষুধ খাওয়া পরে তার অনেক এন্টিবায়টিক খাওয়া পরে, ব্যথার ওষুধ খাওয়া পরে মুভমেন্ট নিজের চলাফেরাটা অনেক রেস্ট্রিক্টেড থাকে। চলাফেরা করতে একটু সময় লাগে। সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিডিটি হওয়ার একটু বেশি পসিবিলিটি থাকে। সেই কারণে সে হচ্ছে ভরা পেটে মাছ আর দুধ ডিম এবং হচ্ছে যদি সে হরলিক্স খেতে চায়। আর কোন ফল খেতে চাই এক্ষেত্রে খাবে। আর তার উচিত হবে।
সিজারের পর ছেলে শুকানোর জন্য কি খাওয়া উচিত?
মায়েদের সিজারের সেলাই শুকানোর জন্য হচ্ছে ডাক্তার লেবুর পরিমাণটা বেশি খেতে বলে। ভরা পেটে হচ্ছে একটা কাপের মধ্যে দুই তিনটে লেবু টিপে নিয় সে রসটা খেয় ফেলতে পারে। আবার অনেক কুসংস্কার থাকে, অনেক সময় মাকে একজন সিভিলিয়ান সেকশনে মাকে অনেক কিছু খাবার খেতে দেয় না। অনেকে জিজ্ঞেস করে আপারা দুধ খেতে পারবো কিনা? অবশ্যই দুধ খেতে পারবেন। ডিম খেতে পারবো কিনা? ডিমও খেতে পারবেন।
শেষ কথা
ডেইলি দুইটা তিনটা ডিম খেতে পারবেন। সব ধরনের খাবারই খাবে মাছ, মাংস দুধ, ডিমের পরিমান বেশি খাবে। কারণ আমিষের অভাবে সেলাই শুকাইতে দেরি হয়। কিছু কিছু ভিটামিনের অভাবে ভিটামিন সি, এ, ডি এগুলির অভাবে হচ্ছে সেলাই শুকাই। ধন্যবাদ