প্রস্রাবে ইনফেকশন নারীদের কেনো বেশি হয়? প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ ও প্রতিকার

প্রস্রাবে ইনফেকশন নারীদের কেনো বেশি হয়? প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ ও প্রতিকার

ইনফেকশন নারী-পুরুষ উভয়ের হতে পারে তবে মেয়দের বেশি হয়। কারণ বেশিরভাগ রোগ জীবাণু যেটা ডাক্তার পরীক্ষা করে পাই। এই জীবাণুটা পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তায় প্রবেশ করে। আমরা এই ভারতীয় অথবা বাংলাদেশ  উপ মহাদেশে যারা বসবাস করি তারা বেশিরভাগ ক্ষেত্রে সব সময়ই ছুচু করা বা শৌচ কার্য করা বলে মানে মলত্যাগ করার পরে পানি দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে মল দ্বার পরিষ্কার করা।

নারীদের যে কারণে ইনফেকশন হয়:

ঠিক যখন আপনি সামনে থেকে হাতটা দিয়ে পরিষ্কার করছেন পানির সাহায্যে, তখন হাতটা সামনে পিছনে মুভ করে। এবং এই সামনের দিকে যখন নিয়ে আসছেন তখনই আপনার নোংরা হাতটা মল মিশ্রিত পানি সহ হাতটা লেগে যাচ্ছে আপনার প্রস্রাবের রাস্তায়। এবং প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে। এটাই হল ডাক্তারের দৃষ্টিতে এখন পর্যন্ত বেশিরভাগ কারণ। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে।  

যেমন তাদের ফ্যালোপিয়ান টিউব, সেক্সুয়াল অ্যাক্টের পরে তাদের  ইউরেথরা ভায়োলেশন এরকম নানা রকম কারণ থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা হচ্ছে ছোট্ট শিশু থেকে বয়স বয়ঃ বৃদ্ধ নারী সবাই এইভাবেই মানে মলদার থেকে হাতের মাধ্যমে পানির মাধ্যমে রোগ জীবাণুটা পৌঁছে যাচ্ছে প্রস্রাবের রাস্তায়। এটাই হলো প্রথম কারণ বা প্রধানতম কারণ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন।

Post a Comment

Previous Post Next Post